ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ইয়াছিন সরকার নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার চন্ডিপুর গ্রামের তার নিজ শোবার ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। সে ওই গ্রামের ইউনুস সরকারের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ আগে ইয়াছিনের পরিবারের সকলে ঝিনাইদহ শহরে আত্মীয় বাড়িতে বেড়াতে যায়। তবে পরিবারকে রেখে ইয়াছিন আত্মীয় বাড়ি থেকে গ্রামের বাড়িতে ফিরে আসে বলে তার পরিবার জানান।
রোববার সকালে প্রতিবেশিরা ইয়াছিনের বাড়ি থেকে পচা দুর্গন্ধ পেয়ে তার বাবা ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘরের দরজা ভেঙ্গে ইয়াছিনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ইয়াছিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলো বলে স্থানীয়দের দাবী।
প্রাথমিকভাবে পুলিশের ধারনা মাদকাসক্তের কারনেই তার মৃত্যু হতে পারে। তবে লাশের ময়নাতদন্ত রিপোর্ট না এলে মৃত্যুর সঠিক কারন জানা যাচ্ছেনা বলেও জানায় পুলিশ।