ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা, ১৮১ ভরি স্বর্ণালংকারসহ মালিক আটক

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে পাচারের সময় অবৈধ স্বর্ণ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হলেও পুলিশ তা জব্দ করতে সক্ষম হয়েছে। সেসময় ছিনতাইকারীদের পিটুনিতে আহত হয়েছে একজন। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় স্বর্ণের মালিককে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ শহরের কেসি কলেজের পাশে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের র্স্বনকার পট্টির গিনি হাউজের কর্মচারী মিঠুন কুরিয়ার সার্ভিস থেকে একটি কার্টুন নিয়ে দোকানে ফিরছিলো। পথে কেসি কলেজের গলিতে পৌঁছালে ৬ জন ছিনতাইকারী মিঠুনের কাছে থাকা ওই কার্টুন ছিনতাইয়ের চেষ্টা করে। সেসময় খবর পেয়ে ঝিনাইদহ সদর থানার পুলিশ সেখানে পৌঁছলে, দ্রুত মোটর সাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে কার্টুন থেকে ১৮১ ভরি স্বর্ণালংকার উদ্ধার করে পুলিশ। যার আনুমানিক মুখে ২ কোটি ১৩ লক্ষ টাকা হবে বলে ধারনা করেছে পুলিশ।

এসব স্বর্ণালঙ্কারের সঠিক কাগজপত্র দেখাতে না পারায়, ওই স্বর্ণালংকার জব্দকরা সহ গিনি হাউজের মালিক অনিমেষ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
এবিষয়ে ঝিনাইদহ সদর থানার এস আই জিয়া বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি মিঠুনকে মারধর করে কার্টুনটি ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। তখন তাদের আটক করার চেষ্টা করি। তবে স্থানীয়রা কেউ এগিয়ে না আসায় ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, এ ঘটনায় দুটি অপরাধ সংঘটিত হতে দেখা গেছে। একটি ছিনতাইয়ের আর অন্যটি সোনা পাচার। আমরা ছিনতাইকারীদের আটকের জন্য চেষ্টা করছি। তাছাড়া যেহেতু কুরিয়ার সার্ভিসে করে সোনা আনা হচ্ছিলো সেহেতু সন্দেহজনক ভাবে র্স্বণালংকারগুলি জব্দ করা হয়েছে। এছাড়াও মালিক অনিমেষ মজুমদারের কাছ থেকে বৈধ কাগজপত্র দেখতে চাওয়া এবং জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

 

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top