ঝিনাইদহে পিকআপের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা নামে এক নারীর মৃ-ত্যু

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পিক আপের ধাক্কায় অঞ্জনা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি যশোরের চুড়ামনকাঠি এলাকার বাসিন্দা। বর্তমান তিনি ঝিনাইদহের হামদহ এলাকায় তার মা সাজেদা বেগম ও দুই বছরের দুটি জমজ সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে শহরের চাকলা পাড়া থেকে ডাক্তার দেখিয়ে রিক্সা যোগে বাসায় ফিরছিলেন তারা। পথিমধ্যে মুজিব চত্বর টু আরাপপুর রাস্তার তাছলিম ক্লিনিকের পাশে পৌঁছলে, বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এসময় অঞ্জনা খাতুন রাস্তার উপর ছিটকে পড়লে, পিকআপের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এঘটনার তথ্য নিশ্চিত করে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যায়। পিকআপ ও চালককে আটক করা হয়েছে এবং মরদেহ মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এঘটনায় আইনী ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top