ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে পুকুরে ডুবে কাফিন (৭) ও সাফিন (৫) নামে আপন দুই ভায়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নের কুশাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এরা কুশবাড়িয়া গ্রামের সেনাসদস্য শিপন মুন্সীর ছেলে এবং কুশাবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্বজনরা জানান, সকালে স্কুল থেকে বাড়ি ফেরার বেশ কিছুক্ষণ পর তাদের না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে পুকুরে দুই ভাইকে ভাসতে দেখা যায়। এসময় দ্রুত তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় অনেকেই ধারণা করে বলছেন, প্রথমে হয়তো এক ভাই পানিতে ডুবে যেতে দেখে ওপর জন তাকে রক্ষা করতে মেয়ে সেও ডুবে যায়।
ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা.ফাল্গুনী রানী সাহা বলেন, হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা জানিয়েছেন, কুশবাড়ীয়া গ্রামে দুই ভায়ের পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।