ঝিনাইদহে নবাগত পুলিশ সুপার আশিকুর রহমানের দ্বায়িত্ব ভার গ্রহণ
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার), কে বরণ করে নেওয়া হয়েছে। এসময় অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি ও বদলী জনিত কারনে ঝিনাইদহের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, বিপিএম, পিপিএম (বার) এর নিকট দায়িত্বভার হস্তান্তর করেন। ঝিনাইদহ জেলা হতে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় বদলীর আদেশ প্রাপ্ত হওয়ায় তাকে জেলার বিভিন্ন মহল থেকে বিদায় সংবর্ধনা জানান হয়। এতে ঝিনাইদহ জেলা প্রশাসন, বিচার বিভাগ, জেলা পুলিশ প্রশাসন, জেলা পরিষদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা অংশ গ্রহণ করে।
মঙ্গলবার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম কে জেলা প্রশাসন, ঝিনাইদহ এর পক্ষ থেকে শেষ বিদায়ী শুভেচ্ছা জানান জনাব মনিরা বেগম, জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, বিভিন্ন সার্কেলের এএসপিগণ, অন্যান্য অফিসার ও ফোর্স বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।