ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় নি*হ*ত-২

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে পৃথক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে শৈলকূপা উপজেলার বড়দাহ ও সদর উপজেলার আঠারোমাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ বিকেলে শৈলকূপা উপজেলার মহম্মদপুর গ্রামে আকাশ মিয়া ও তাঁর স্ত্রী জুথী খাতুন মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের বড়দাহ নামকস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে জুথী খাতুন রাস্তায় ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

অপরদিকে সদর উপজেলার লেবুতলা গ্রামে আতিয়ার রহমান বাড়ি থেকে বাইসাইকেলে হলিধানী বাজারে কাঁঠাল বিক্রি করতে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের আঠারোমাইল বাজার এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি ইজিবাইক তাঁকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আতিয়ার। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top