ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে । মঙ্গলবার সকালে শহরের প্রিয়া সিনেমা হলের দ্বিতীয় তলায় জেলা প্রাক্তন সেনা কল্যাণ সমিতির আয়োজনে শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি মেজর (অবঃ) মাহফুজুর রহমান।এসময় উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা কল্যাণ সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার রজব আলী ,সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মনির। উল্লেখ্য, অনুষ্ঠানের প্রথমে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির জেলা কার্যালয়ে লেকচার টেবিল প্রদান করেন প্রধান অতিথি মেজর (অবঃ) মাহফুজুর রহমান। এছাড়াও তিনি দেশ ও জাতির কল্যাণে প্রাক্তন সেনা কল্যাণ সমিতির অগ্রণী ভুমিকা পালন করায় তাদের ভূয়সী প্রশংসা করেন।