ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বজ্রপাতে সুজন মিয়া (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে
এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধুহাটি ইউনিয়নের কুবির খালি খালপাড়া গ্রামের রমিজ উদ্দিনের ছেলে সুজন মিয়া মাঠে ধান কেটে বাড়ি ফিরছিলেন। বিকাল সাড়ে ৩টার দিকে হঠাৎ ঝড় বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় সুজন মিয়া বজ্রপাতের কবলে পড়ে। পরে টের পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তানিয়া বলেন, সুজন মিয়া নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আনার বেশ কিছুক্ষণ আগেই তার মৃত্যু হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মধুহাটি ইউনিয়নের কুবিরখালি গ্রামে সুজন মিয়া নামে একজন বজ্রপাতে মারা গেছেন। এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।