ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সময় টিভির ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সময় টিভির রিপোর্টার লোটাস রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, সিনিয়র সাংবাদিক বিমল কুমার সাহা, আমিনুর রহমান টুকু, নিজাম জোয়ার্দ্দার বাবলু, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রাজীব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান আল একরাম, নির্বাহী সদস্য ওমর আলী সোহাগ, সিনিয়র সাংবাদিক শামীমুল ইসলাম শামীম, কাজী আলি আহম্মেদ পিকুসহ অন্যান্যরা।
সেসময় বক্তারা, দেশ সেরা সংবাদ ভিত্তিক টেলিভিশন সময় সংবাদের উত্তোরোত্তর সাফল্য কামনা করেন। সেই সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।