ঝিনাইদহে বস্তাবন্দি অর্ধ-গলিত লা”শ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের ধোপাঘাটা ব্রীজ এলাকায় সড়কের পাশ থেকে অমিতাভ সাহা (৩৫) নামের এক ব্যক্তির অর্ধ-গলিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, সকালে ধোপাঘাটা পুরাতন ব্রীজ টু টার্মিনাল সড়কের গোবিন্দপুর এলাকার রাস্তার পাশে বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত অমিতাভ সাহার বাড়ী মাগুরা জেলার মহাম্মদপুর উপজেলার বিনোদপুর গ্রামে। মরদেহটি অর্ধ-গলিত অবস্থায় মুখে পলিথিন মোড়ানো ও বস্তাবন্দি ছিলো। অন্য কোথাও তাকে হত্যা করে ঘটনাস্থলে লাশ ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা বলে ধারণা করছি। আসামীদেরকে আটকের চেস্টা চলছে।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT