ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বাসের ধাক্কায় আহত সেই মোটরসাইকেল আরোহী ইব্রাহিমের মৃত্যু হয়েছে।ইব্রাহিম হাসান (৪০) জেলা শহরের হামদহ পার হাউজ পাড়ার আবু সাঈদের ছেলে।
উল্লেখ্য- গত ৩১ ডিসেম্বর ঝিনাইদহ বাইপাস ঘোষপাড়া নামক স্থানে পেছন দিক থেকে আসা খুলনা-কুষ্টিয়া গামী রূপসা পরিবহন তার চলন্ত মোটরসাইকেলে ধাক্কা দিলে, রাস্তায় ছিটকে পড়ে তিনি মারাত্মক জখম হন।
এসময় তাকে উদ্ধার করে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার্ড করেন ।
ইবরাহীমের স্বজনরা জানিয়েছেন, সেখানে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার ৫ জানুয়ারী তার মৃত্যু হয়। মরহুমের নামাজের জানাযা আজ বাদ জোহর শহরের হামদহ মনুমেন্ট জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়ে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। জানাযায় ইব্রাহিমের বাবার কান্নায় ভারী হয়ে পড়ে উপস্থিত মুসল্লীগন। সেসময় তিনি সকলের কাছে ইব্রাহীমের জন্য দোয়া কামনা করেন।