ঝিনাইদহ প্রতিনিধি-
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভাংচুর, নেতাকর্মীদের গ্রেফতার ও পুলিশের গুলিতে বিএনপি নেতা নিহতের প্রতিবাদে ঝিনাইদহে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে জেলা বিএনপি। সমাবেশের আগে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসে হাজির হয়।
এতে জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনাসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, ঢাকার সমাবেশ বানচাল করতে পুলিশ অন্যায়ভাবে নেতাকর্মীদের উপর গুলি করে এক কর্মীকে হত্যা করেছে দাবী করে সরকারের ক্ষমতাচ্যুত করতে নেতাকর্মীদের আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান।