ঝিনাইদহ প্রতিনিধি-
বিএনপির ১০ দফা দাবী আদায় ও বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার ১৬ জানুয়ারী সকালে জেলা বিএনপি এ বিক্ষোভ ও সমাবেশের আয়োজন করে।
সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে প্রথমে দলটির জেলা শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে মডার্ন মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি আক্তারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এসময় বক্তারা, বিদ্যুতের মুল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে দাম কমানো ও তাদের দেওয়া ১০ দফা দাবী বাস্তবায়নের দাবী জানান।