ঝিনাইদহ প্রতিনিধি-
দ্রব্যমুল্যের উর্দ্ধগতি, দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের নামে হয়রানির প্রতিবাদসহ নানা দাবিতে ঝিনাইদহে লিফলেট বিতরণ কর্মসূচী করেছে বিএনপি। সকালে শহরের এইচএসএস সড়কে জেলা বিএনপির কার্যালয় চত্বর থেকে জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। শহরের এইচএসএস সড়ক ঘুরে, গীতাঞ্জলী সড়ক, ট-বাজার এলাকায় লিফলেট বিতরণ শেষে পায়রা চত্বরে গেলে পুলিশ তাদের বাঁধা দেয়। পুলিশের বাঁধায় ছত্রভঙ্গ হয়ে যায় নেতাকর্মীরা। সেসময় সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের কর্মী সাদ্দাম হোসেনকে আটক করে পুলিশ।