ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বিদ্যুৎ আইন মামলার ওয়ারেন্টভুক্ত আজিবর রহমান (৪৩) নামে এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরের পায়রা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিবর রহমান সদর উপজেলার পবহাটি গ্রামের মকবুল হোসেনের ছেলে।
র্যাব-৬ সুত্রে জানা গেছে, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, ঝিনাইদহ সদর থানার সিআর মামলার একজন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শহরের পায়রা চত্বর এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত এ সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে পায়রা চত্বর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব।