ঝিনাইদহ প্রতিনিধি-
“আমরা সকল কাজই আন্তরিকভাবে করি” এই প্রতিপাদকে সামনে রেখে ঝিনাইদহে ৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস-২৩ পালিত হয়েছে।
এ উপলক্ষে (০৮ মে) সোমবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিটের উদ্যোগে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ঝিনাইদহ ইউনিট অফিসে গিয়ে শেষ হয়। পরে শুরু হয় আলোচনা সভা।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ডঃ এম হারুন-অর-রশিদ, হরিনাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন সহ রেড ক্রিসেন্ট এর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।