ঝিনাইদহ প্রতিনিধি-
সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। সোমবার সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা: শুভ্রা রানী দেবনাথ। সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, সদর স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মিথিলা ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ২’শ ১২ টি শিশুকে ১ টি নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২১ হাজার ৬’শ ৭৪ জন শিশুকে ১ টি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।