ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে মোবাইল কোর্টের অভিযানে নজরুল ইসলাম নামের এক ভুয়া দন্ত চিকিৎসককে হাতেনাতে আটক করা হয়েছে। এসময় তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ দন্ডাদেশ প্রদান করেন, জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট- এস.এম. নুরুন্নবী।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নতুন হাটখোলাই খান ডেন্টাল নামে একটি প্রতিষ্ঠানে র্যাবের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে একজন দন্ত চিকিৎসক হিসেবে বৈধতা না পাওয়ায় তাকে আটকের পর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম. নুরুন্নবী।