ঝিনাইদহে ভেজাল মধু উৎপাদনে ডিবি পুলিশের অভিযান

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের পাগলাকানাই বেকাব্রীজ এলাকায় ভেজাল মধু উৎপাদন কারখানায় গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় আজ আনুমানিক সকাল ১১ ঘটিকায় ডিবি পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং তিন জনকে আটক ও জিজ্ঞাসাবাদ করে।
জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে এখানে ভেজাল মধু উৎপাদন করে আসছে। পানি, চিনি, খাবার সোডা, হালকা মধু, কাপড়ের রং মিশ্রিত করে এই ভেজাল মধু তৈরি করছে যা মানবদেহের জন্য ক্ষতিকর।
এই মধু শিশু খাদ্য থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ পর্যন্ত সবাই খেয়ে থাকে। আর একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় এই ভেজাল মধু উৎপাদন করে মানুষ কে অকাল মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে মানব জাতিকে।
ঝিনাইদহের জনগণ মাননীয় পুলিশ সুপার ও ডিবি পুলিশকে এই ধরনের অভিযান পরিচালিত করার জন্যে আন্তরিক ভাবে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top