ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কোটচাঁদপুর থেকে মানব পাচারকারীর দুই সদস্য ইয়াছির আরাফাত ওরফে সবুজ (৩৪) ও আব্দুর রহিম (৫৫) নামে দুইজন কে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার (১৩ মে) উপজেলার শহর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
আসামিরা যশোরের চৌগাছা উপজেলার স্বরুপপুর এলাকার বাসিন্দা এবং সম্পর্কে তারা বাবা ও ছেলে।
র্যাব এক তথ্য বিবরণীতে জানায়, ইয়াসির আরাফাত আব্দুর রহিমের ছেলে। তারা দুজনেই মানব পাচারকারী চক্রের অন্যতম সক্রীয় সদস্য। আসামীগন বেশ কয়েক জনকে বিদেশে পাঠায় এবং ভিকটিমদের আস্থা অর্জন করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায় ঝিনাইদহের হরিনাকুন্ডু এলাকা থেকে মালয়েশিয়া পাঠানোর কথা বলে দরিদ্র ১৯ জনের কাছ থেকে ৯৫ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদের মালয়েশিয়ার ভূয়া ভিসার মাধ্যমে বিমানের ভূয়া টিকেট দেখায় এবং ফ্লাইটের কথা বলে ঢাকার পল্টনে একটি ভাড়া বাসায় কয়েকটি গ্রুপে তাদের আটকে রাখে। সেসময় তাদের মারধর করে হত্যা করার হুমকি দেয়। এক পর্যায়ে এই মামলার বাদিকে লোহার রড দিয়ে পেটে আঘাত করে গুরুতর জখম করে এবং জোরপূর্বক মালয়েশিয়া পাচার করার হুমকি প্রদান করে। সেখান থেকে কোনমতে পালিয়ে এসে তিনি নিরুপায় হয়ে পড়েন। পরে এ বিষয়ের উপর ঝিনাইদহ সদর থানায় মানব পাচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর র্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় সোমবার গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, আসামিরা কোটচাদপুর থানা এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সেখানে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।
র্যাব আরো জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।