ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে বন্ধুর মোটর সাইকেল নিয়ে ঘুরতে যেয়ে মাসুম ( ২১) নামে এক যুবকের করুন মৃত্যু হয়েছে। মাসুম সদর উপজেলার ফুরসুন্ধী ইউনিয়নের মিয়াকুন্ডু গ্রামের ইয়ারুল জোয়ারদারের ছেলে এবং আমেনা খাতুন ডিগ্রী কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।
এবিষয়ে মাসুমের বন্ধু হৃদয় জানান, রোববার আনুমানিক সন্ধা ৭টা ৪৫ মিনিটের সময় কুশবাড়ীয়া বাজার থেকে আমার পালসার মোটর সাইকেলটি নিয়ে ঘুরতে যায়। হঠাৎ জরিপের হার্ডওয়ার্ক দোকানের সামনে গেলে, নিজে নিজেই সাইকেল থেকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়।
প্রত্যক্ষদর্শিরা জানান, সেসময় স্থানীয়রা পার্শ্ববর্তী ডাক্তারের কাছে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন ।
স্থানীয় নারিকেল বাড়ীয়া ক্যাম্পের ইনচার্জ জানান, মোটর সাইকেল থেকে পড়ে মাসুম নামে একজন মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।