ঝিনাইদহে যুবককে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকায় মির্জা মহলের সামনে সুবীর কুমার দাস (৩২) নামের একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।


মঙ্গলবার রাত ২ টার দিকে শহরের নবগঙ্গা নদীর পাশে দাসপাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত সুবীর দাস শহরের চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের ছেলে। সত্যপদ দাস ঝিনাইদহ সার্কিট হাউজের মালি হিসেবে কর্মরত।

স্থানীয়রা জানায়, চাকলাপাড়া এলাকার সত্যপদ দাসের সঙ্গে সুনিল চন্দ্র দাসের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন। সোমবার ওই মামলায় হাজিরা দিয়ে আসে উভয়পক্ষ। এরপর রাতে চাকলাপাড়ার মির্জামহলের সামনে সত্যপদ দাসের ছেলে সুবির দাসের সঙ্গে সুনিল দাসের কথাকাটাকাটি হলে একপর্যায়ে সুনিল তাকে ধারলো অস্ত্র দিয়ে আঘাত করেন। পরে উভয় পরিবারের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেসময় ধারালো অস্ত্রের আঘাতে সুবিরসহ সত্যপদ দাস, সীতা দাস, খোকন দাস ও মিঠুন দাস আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক সুবিরকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরো জানান, জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top