ঝিনাইদহ প্রতিনিধি-
দেশব্যাপী জামায়াত-বিএনপি’র ডাকা ৭২ ঘন্টার অবরোধের প্রতিবাদে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজিব আলম সিদ্দিকী সমি’র পক্ষে যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র্যালি বের করে।
বুধবার দুপুরে শহরের ওয়াজির আলী স্কুল মাঠ থেকে শত শত মোটরসাইকেল নিয়ে একটি বিক্ষোভ মিছিল ও র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসময় বক্তব্য রাখেন জেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক, জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক রাজু আহমেদ, সদর উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও জেলা যুবলীগ সদস্য শাহ মোঃ ইব্রাহিম খলিল রাজা, এমপির পিএস রোকনুজ্জামান রিপন, পৌরসভার কমিশনার টিপু সুলতান, আবু বক্কর, রেজাউল করিম রেজা, লিয়াকত হোসেন, যুবলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, সোহেল আহমেদ, ছাত্রলীগ নেতা আবু সুমন বিশ্বাস, ফজলে রাব্বি অনুসহ পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় জামায়াত বিএনপি’র ডাকা অবরোধ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে জেলা
আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল খালেক বলেন, হরতাল অবরোধের নামে নৈরাজ্য ও জ্বালাও পোড়াও করার চেষ্টা করলে তার দাঁতভাঙ্গা জবাব দেবে ঝিনাইদহ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা কর্মীরা।