হরিণাকুণ্ডু( ঝিনাইদহ) থেকে রাব্বুল হুসাইন.
দরীদ্র শ্রেণির সাধারণ মানুষদের ভাগ্যের পরিবর্তনের ব্রতসহ নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে টিএমএসএস এর হরিণাকুণ্ডু শাখা উদ্বোধন ও তৃণমূল পর্যায়ে ঋণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা শাখায় অর্ধশত গ্রাহকদের মাঝে ঋন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা,পৌর মেয়র ফারুক হোসেন,থানা অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ সাইফুল ইসলাম,এছাড়াও উপজেলা সমাজসেবা কর্মকর্তা শিউলি রানী সহ অত্র প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তা আব্দুর রাজ্জাক,শাখা ব্যাবস্থাপক মোঃ জিয়া,সকল মাঠ কর্মী সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে বক্তরা বলেন,দেশে চলমান এনজিও গুলো সাধারণ মানুষের সাথে তাদের নানাবিধি অসুবিধা নিয়ে কাজ করে চলেছে, আশাকরি টিএমএসএস হবে তার মধ্যে অন্যতম।