
ঝিনাইদহ প্রতিনিধি –
সফলতা ১যুগে পদার্পণ উপলক্ষে ঝিনাইদহ শহরের আরাপপুর চানপাড়ায় অবস্থিত রংধনু কিন্ডার গার্টেন স্কুলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ২ জানুয়ারি সকালে শিক্ষা প্রতিষ্ঠান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি পৌর শহরের আরাপপুর চানপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করা হয়।
পরে স্কুলটির প্রতিষ্ঠাতা সভাপতি ও পরিচালক মোঃ মোক্তার হোসেন মুক্তির সভাপতিত্বে এক আলোচনা সভা করা হয়। আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন শিক্ষা মুলক বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।