ঝিনাইদহে রিক্সা ভ্যান শ্রমিকদলের কর্মী সমাবেশ

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান শ্রমিক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে জেলা রিক্সা ভ্যান শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এম এ মজিদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন, পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড, শামসুজ্জামান লাকী, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম প্রমুখ।
বক্তারা, বৈষম্যহীণ আগামীর বাংলাদেশ গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। সেই সাথে আগামী দিনে বিএনপি রাস্ট্র ক্ষমতায় এলে দেশের খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকার রক্ষায় কাজ করবে বলে আশ্বস্ত করেন। সমাবেশ শেষে আনোয়ার হোসেনকে সভাপতি ও আকাশ রহমানকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রিক্সা ভ্যান শ্রমিকদলের কমিটি গঠন করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top