ঝিনাইদহে রূপান্তর সিটিপ এক্টিভিস্ট ফর্মেশন এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধি-

আশ্বাস প্রকল্পের আওতায় উন্নয়ন সংস্থা “রূপান্তর”এর আয়োজনে ঝিনাইদহ জেলার সিটিপ এক্টিভিস্টদের নিয়ে গ্রুপ ফর্মেশন এন্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের সৃজনী ফাউন্ডেশন কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ওরিয়েন্টশনে অংশগ্রহণকারী হিসেবে উপস্থিত ছিলেন, সিটিপ এক্টিভিস্ট এর জেলা পর্যায়ের সকল সদস্যবৃন্দ।
আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার উজ্জ্বল কুমার পালের সঞ্চালনায় ওরিয়েন্টেশনে প্রকল্পের কার্যক্রম ও সিটিপ এক্টিভিস্ট এর দায়িত্ব কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন আশ্বাস প্রকল্পের (ক্লাস্টার-২) এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু। এছাড়া উইনরক ইন্টারন্যাশনালের রিজওনাল কো-অর্ডিনেটর সুপ্তি ডিব্রা আশ্বাস প্রকল্পের ধারাবাহিকতা ও মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মী/সিটিপ এক্টিভিস্ট গঠনের প্রক্রিয়া ও কর্মপদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পাশাপাশি ঢাকা আহসানিয়া মিশনের প্রজেক্ট ম্যানেজার মাসুদ পারভেজ তাদের আশ্বাস প্রকল্পের কর্মপদ্ধতি নিয়ে আলোচনা করেন।
ওরিয়েন্টশনে প্রকল্প পরিচিতি, মানব পাচার বিষয়ক প্রাথমিক ধারনা, মানব পাচার প্রতিরোধে স্বক্রিয় কর্মীর অগ্রাধিকার ভিত্তিক কাজ চিহ্নিতকরন, মানব পাচার প্রতিরোধে করনীয় বিষয়গুলি চিহ্নিতকরণ নিয়ে আলোচনা করেন।
এ অনুষ্ঠানে উইনরক ইন্টারন্যাশনাল কর্তৃক আশ্বাস প্রকল্পের জন্য নির্মিত “প্রেরণার আলোকশিখা” নামক একটি ডকুমেন্টরি ভিডিও দেখানো হয়। যেখানে মানব পাচারের শিকার সারভাইভারদের সংগ্রাম, বৈষম্য ও ফিরে আসার গল্প তুলে ধরা হয়েছে। উল্লেখ্য- আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে যশোর ও ঝিনাইদহ জেলায় ‘রূপান্তর’ মাঠ পর্যায়ে কাজ করছে।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top