ঝিনাইদহে শহর পরিস্কার করতে রাস্তায় শিক্ষক-শিক্ষার্থীরা

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শিক্ষকরা। বুধবার সকালে শহরের পায়রা চত্বর, প্রেরণা একাত্তার চত্বর, হামদহ, আরাপপুরসহ কয়েকটি এলাকায় সড়ক পরিস্কার করতে দেখা যায় তাদের।
এ কর্মসূচিতে অংশ নিয়েছে আন্দোলনকারী বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে অংশগ্রহণ করেন, আলোর দিশারী সেচ্ছাসেবী সংগঠন, জেলা স্কাউট এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কয়েকশ সদস্য।
শিক্ষার্থীরা জানায়, কোটা বিরোধী আন্দোলনের সময় শহরের বিভিন্ন স্থানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শহরের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইটপাটকেল-লাঠিসোটা পরিস্কারসহ শহরের নানা আবর্জনা পরিস্কার করছেন তারা।
কর্মসূচীতে অংশ নেওয়া শিক্ষক সাইফুল আরেফিন বলেন, সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে এবং ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে পৌরসভার ময়লার স্তুপে রাখা হয়। এ কর্মসূচী চলমান থাকবে বলে জানায় তারা।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top