ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রাব্বি নামে একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে মাগুরা সদর উপজেলার নিকবার মন্ডলের ছেলে বলে জানা গেছে। বুধবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের ঘোড়ামারা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মিজানুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে নিহতের সড়ক দুর্ঘটনার কারণ বা কিসের সাথে এ সড়ক দুর্ঘটনা ঘটলো তা সঠিক ভাবে জানা যায়নি। তবে নিহতের ভাই ঝিনাইদহ থাকা সুত্রে সে মাগুরা থেকে ঝিনাইদহে আসার পথে এ দূর্ঘটনার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তিনি জানান, মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।