ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের সদরে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো তিন জন। বৃহস্পতিবার (১১ মে) সন্ধা সাড়ে সাতটার দিকে উপজেলার আটলিয়া বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলো, মধুহাটি ইউনিয়নের চান্দুয়ালি গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী পিংকি খাতুন (৩০), ও হাজিডাঙ্গা গ্রামের মোঃ সাদেক (৪৫) নামে এক ভ্যান চালক।
স্থানীয় বাজার গোপালপুর ক্যাম্পের আইসি রাম উত্তম রায় বলেন, হতাহতরা আটলিয়া বাজার থেকে ভ্যান যোগে বাজার গোপালপুরের দিকে যাচ্ছিলেন। এসময় যাত্রীবাহী ভ্যানটি ঘটনাস্থলে পৌঁছালে, ভ্যানটিকে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে রাস্তার পাশে পড়ে যায়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটিও ভ্যানের উপর উল্টে পড়লে, ঘটনাস্থলেই পিংকি খাতুন মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভ্যান চালককে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। আহত অন্য তিন জনকে স্থানীয়ভাবে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।