বুধবার ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনা সাইকেল চালক নি”হ”ত

by | এপ্রি ২, ২০২৪ | হোম | ০ comments

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় রবিজুল ইসলাম ওরফে তাবে (৫০) নামের একজন নিহত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার আনুমানিক বিকাল পাঁচটার দিকে ঝিনাইদহ শহরলগ্ন পবহাটি এলাকার কলাহাট এলাকায় ঘটে বলে জানা গেছে। রবিজুল ইসলাম তাবে পবহাটি গ্রামের মৃত জোহর আলীর ছেলে। প্রতক্ষদর্শীরা জানান, রবিজুল বাই সাইকেল যোগে ঘটনাস্থল থেকে রাস্তা পার হচ্ছিল। এ সময় খুলনা থেকে আসা দ্রুতগামী গড়াই গাড়ীটি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে রবিজুল রাস্তা থেকে ছিটকে পাশের ব্রীজের নিচেই পড়ে মাথায় প্রচন্ড আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা টের পেয়ে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
সুত্র জানান, ঘাতক গাড়ীটি জনগনের সহায়তাই জব্দ করা হয়েছে।
নিহত রবিজুল ইসলাম সদর হাসপাতাল মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *