ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের চুটলিয়া মোড়ে সড়ক দূর্ঘটনায় সুমন ১(৮) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে । শুক্রবার সন্ধা ৭ টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধায় শহর থেকে রাজমিস্ত্রীর কাজ শেষে সে বাড়িতে ফিরছিলেন। ধারনা করা হচ্ছে এসময় সে ঘটনাস্থলে পৌঁছালে ট্রাকের নিচে পড়ে তার মৃত্যু হয়। মৃত সুমন তার মাকে নিয়ে সদর উপজেলার ডাকাতিয়া এলাকায় বসবাস করেন এবং বাবা মোঃ মহব্বত সরদার সুরাট গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের ওয়ার হাঈজ ইন্সপেক্টর সূমন আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে মৃত দেহটি ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। লাশ পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।