ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে সাজাপ্রাপ্ত দীর্ঘ দিনের পলাতক আসামি শাহাবুদ্দীন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-৬। বৃহস্পতিবার দিবাগত রাত একটা ত্রিশ মিনিটের দিকে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহাবুদ্দিন জেলা শহরের চাকলা পাড়া এলাকার মোঃ গোলাম মোস্তফার ছেলে।
র্যাব জানায়, ঝিনাইদহ সদর থানার জিআর নং-৪৮৫/২০ এর পেনাল কোড ৪০১ ধারার ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিনের পলাতক আসামী সদর থানার মধুপুর চৌরাস্তা এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র্যাবের একটি অভিযানিক দল ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে সেখানে অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরে গ্রেফতারকৃত আসামী শাহাবুদ্দীন কে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়।