মঙ্গলবার ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ঝিনাইদহে স্ত্রী হত্যা মামলায় স্বামীকে মৃত্যুদন্ড

by | মার্চ ১৪, ২০২৩ | ঝিনাইদহ | ০ comments

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে যৌতুক না পেয়ে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ মিজানুর রহমান এ দন্ডাদেশ প্রদান করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ ডিসেম্বর জেলার শৈলকুপা উপজেলার দেবীনগর গ্রামের আব্দুল হালিম যৌতুক না পেয়ে স্ত্রী ববিতাকে শ্বাসরোধ করে হত্যা করে- বাড়ির পাশের মেহগনি বাগানে ফেলে রাখে। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ববিতা খাতুনের মা; সালেহা বাদী হয়ে পরেরদিন শৈলকুপা থানায় ৩ জনের নাম উল্লেখ করে মামলা করে।

পুলিশ তদন্ত শেষে, ২০১৪ সালের ২৬ মে স্বামী আব্দুল হালিমকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আসামীকে মৃত্যুদন্ডাদেশ প্রদান করেন বিজ্ঞ আদালত। সেই সাথে ১ লাখ টাকা অর্থদন্ডেও দন্ডিত করা হয়। আসামী পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করতে ক্লিক করুন

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *