ঝিনাইদহে ১’শ ৫ কেজি ভেজাল গুড় সহ ডিবি পুলিশের হাতে আটক -১

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে ভেজাল গুড় বানানোর দায়ে বছির উদ্দিন মন্ডল নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে অভিযান চালিয়ে জেলার কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের পীর গোপালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বছির উদ্দিন মন্ডল ঐ গ্রামের হাশেম উদ্দিন মন্ডলের ছেলে। এসময় বছির উদ্দিনের নিজ বাড়ি থেকে জব্দ করা হয়েছে ১শ ৫ কেজি চিনি মিশ্রিত ভেজাল গুড়।

এ বিষয়ে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের এস আই আবু সায়েম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পীর গোলাপ পুর গ্রামে চিনি, হাইড্রোজ ও ফিটকিরি মিশিয়ে ভেজাল গুড় তৈরি করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই করতে এবং আইনানুগ ব্যাবস্থা গ্রহন করতে সেখানে অভিযান চালানো হয়। এসময় বছির উদ্দিনকে তার নিজ বাড়িতে ভেজাল গুড় তৈরি করা অবস্থায় হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT