ঝিনাইদহে ১০৩ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে দুই জন আটক

ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে ১০৩ বোতল ফেন্সিডিলসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-৬। রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলা শহরের অদুরে শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।


আটককৃতরা হলো, চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার সুলতানপুর এলাকার মোঃ
জিল্লুর রহমানের ছেলে মোঃ শিপন মন্ডল (২৪) এবং একই এলাকার মোঃ ফরজ মন্ডলের ছেলে মহিবুল (২৩)।
র‌্যাব-৬ এক বার্তায় সাংবাদিকদের জানান, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য (ভারতীয় ফেন্সিডিল) ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে সেখানে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‌্যাব অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলেও আটক করতে সক্ষম হয় র‌্যাব। এসময় তাদের হেফাজতে থাকা ১০৩ বোতল ফেন্সিডিল, ৩টি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ২ শত ৭০ টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর পূর্বক তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান র‌্যাব-৬।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top