নিজস্ব প্রতিবেদক ঝিনাইদহ-
ঝিনাইদহে ১৬ বোতল ফেনসিডিলসহ সাগর হোসেন সূর্য নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার দিবাগত রাত ১১টার দিকে সদর উপজেলার গান্না এলাকার বেতায় চন্ডিপুর বাজার থেকে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে তারা জানতে পারে যে, গান্না ইউনিয়নের বেতায় চন্ডিপুর এলাকায় কতিপয় ব্যাক্তি মাদক কেনা বেচার জন্য ঘোরাফেরা করছে। এমন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মো: সোহেল রানার নির্দেশনায় বেতাই ফাঁড়ির এসআই তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনার সত্যতা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেখানে অভিযান পরিচালনা করেন।
এসময় চন্ডীপুর বাজারের পাঁকা রাস্তার উপর থেকে মোঃ সাগর হোসেন সূর্য’র দেহ তল্লাশি করে, তার হেফাজত থেকে ১৬ বোতল ফেনসিডিল উদ্ধার পূর্বক তাকে আটক করা হয়। আটকৃত মোঃ সাগর হোসেন (সূর্য) জেলা শহরের ব্যাপারীপাড়ার মৃত বাবন আলী বাবুলের ছেলে।
পুলিশ আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।