ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহে অসহায় ৬০০ পরিবারের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে ঝিনাইদহ পৌরসভা চত্বরে এ শিশুখাদ্য বিতরণ কার্যক্রমের উব্দোধন করেন মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদি হিজল। সে সময় পৌরসভার প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধু, সচিব মোস্তাক আহম্মেদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে দিনভর শহরের বিভিন্ন এলাকার ৬০০ শিশুর জন্য উন্নতমানের শিশুখাদ্য বিতরণ করা হয়। আয়োজকরা জানায়, ১ দিন থেকে ২ বছর বয়সী শিশুদের পুষ্টিহীনতা দূরিকরণের জন্য শিশুদের খাবার হিসেবে প্যাকেটজাত দুধ বিতরণ করা হয়। শিশুখাদ্য পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হতদরিদ্র পরিবারগুলো।