সবুজ মিয়া, ঝিনাইদহ-
ঝিনাইদহ সদরের বাস টার্মিনাল এলাকা থেকে ৮১ বোতল ফেনসিডিল সহ সনেট (৩০) ও শিহাব হোসেন (৩০) নামে ২জনকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ কুজনানাইট কিবরিয়া ওরফে সনেট মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার দয়হাটা গ্রামের মোঃ আবুল কাশেমের ছেলে। অপরদিকে মোঃ শিহাব হোসেন একই উপজেলার হরপাড়া গ্রামের মৃত হামিদ সেখের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় কতিপয় দুই ব্যক্তি মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাব-৬ এর একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এসময় তাদের হেফাজত থেকে ৮১ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল, ০৪টি সিমকার্ড এবং নগদ ৭ হাজার ১শত টাকা উদ্ধার করাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর পূর্বক, আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাব।