ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির কমিটি গঠন: সভাপতি এমএ মজিদ, সম্পাদক রুহুল কুদ্দুস

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে শহরের জোহান ড্রীম ভ্যালী পার্ক মিলনায়তনে এক মতবিনিময় সভা ও কর্মসূচির আয়োজন করে সংগঠনটির সদস্যরা।
সভায় ইটভাটা মালিক সমিতির নবনির্বাচিত সভাপতি এ্যাড. এমএ মজিদ, সাধারণ সম্পাদক রহুল কুদ্দুস, মোয়াজ্জেম হোসেন, খলিলুর রহমান, উসমান আলীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান। সাথে ইটভাটা ব্যবসায়ে কয়লা সিন্ডিকেট রোধ, অযথা হয়রানি, লাইসেন্স প্রাপ্তি ও নবায়নে হয়রানি বন্ধের আহবান জানান।
ইটভাটা মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা শেষে সকলের সম্মতিক্রমে এ্যাডভোকেট এমএ মজিদকে সভাপতি ও রুহুল কুদ্দুসকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

শেয়ার করতে ক্লিক করুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top