ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরিক্ষা-২৩ এর উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ, অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে ঝিনাইদহ শিশু একাডেমি অডিটোরিয়ামে হার্ভার্ড স্কুলের আয়োজনে ছাত্রছাত্রীদের মাঝে সনদ, অর্থ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। হার্ভার্ড স্কুলের চেয়ারম্যান এম এ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ খালেকুজ্জামান এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহাজান রহমান প্রমুখ। এসময় বৃত্তি পরিক্ষায় উত্তীর্ণ ১৫৫ শিক্ষার্থীদের মাঝে সনদ, অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অভিভাবক সহ ৫০ জন শিক্ষকমন্ডলীর উপস্থিতিতে প্রায় ৭ শতাধীক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।