ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন করা হয়েছে। এতে স্বতন্ত্র প্রার্থী ড. হারুন অর রশিদ (আনারস) প্রতিকে ৪৭৮ ভোট পেয়ে বে- সরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী আওয়ামী লীগের কনক কান্তি দাস (চশমা) প্রতিকে পেয়েছেন ৪৬৩ ভোট। ১৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছে হারুন-অর রশিদ। সোমবার সকাল নয়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশাসনের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলে।
নির্বাচনে পুরুষ সদস্য পদে ২২ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জেলার ৬টি উপজেলায় মোট ৯৫৪ জন ভোটার ছিল। এর মধ্যে পুরুষ ৭২৯ এবং মহিলা ভোটার সদস্য ছিল ২২৫ জন। এ জেলায় ৬টি উপজেলা পরিষদ, সদর পৌরসভা বাদে ৫টি পৌরসভার মেয়র ও কাউন্সিলরগণ এবং ৬৭টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা ভোটে অংশ নেওয়ার কথা আগে থেকেই নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুস ছালেক। নির্বাচনে বৈধ ভোটার সংখ্যা ছিল ৯৪১ জন এবং বাতিলকৃত ভোটার সংখ্যা ছিল ২ জন সব মিলে ৯৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে আসেন।