ঝিনাইদহ প্রতিনিধি-
অনেক চড়াই উৎরাই ও বাঁধা বিপত্তি পেরিয়ে ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের তারিখ ধার্য করা হয়েছে। রোববার ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত পৌর নির্বাচনে প্রতিদ্ধন্ধিতাকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নিয়ে মত বিনিময় শেষে আগামী ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্ধারণ হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মনিরা বেগম।
এসময় প্রধান অতিথি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব) আহসান হাবিব খান দিক নির্দেশনা মূলক বক্তৃতা প্রদান করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আশিকুর রহমান।
সভায় আরও জানানো হয় রোববার ৪ সেপ্টেম্বর থেকে আগামী ৯ সেপ্টেম্বর রা ১২টা পর্যন্ত ভোটের প্রচারনা চলবে।ভোট গ্রহন করা হবে ইভিএম মেশিনে।
এদিকে এ ঘোষণা পাওয়ার পর থেকে শহর জুড়ে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের প্রচারণা বের হতে থাকে। শুরু হয় মোড়ে মোড়ে ভোটারদের মধ্যে ভোটের ইমেজ।
পাশাপাশি বহু প্রতীক্ষিত এই পৌরসভার নির্বাচন কে ঘিরে সচেতন মোহল প্রশাসনের কাছে দাবি রাখছেন একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন।