ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল ইসলাম ওরফে আশরাফ কে গ্রেফতার করেছে র্যাব-৬। সোমবার দুপুর ২টার দিকে ঐ এলাকার কৃষ্ণপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব এক তথ্য বিবরণীতে সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, চেয়ারম্যান আশরাফুল ইসলাম কৃষ্ণপুর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে সেখানে অভিযান পরিচালনা করেন। র্যাবের উপস্থিতি টের পেয়ে চেয়ারম্যান আশরাফুল ইসলাম পালানোর চেষ্টা করলে র্যাব তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
গত ৪ আগষ্ট ঝিনাইদহ জেলা শহরে তান্ডব, অগ্নিকাণ্ডসহ বোমাবাজি করে জনজীবনে আতঙ্কের সৃষ্টি করে। এছাড়াও বিএনপির প্রধান কার্যালয়সহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে জেলা বিএনপি ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। মামলার পর র্যাব-৬ ছায়া তদন্ত শুরু করে এবং আসামিকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে কৃষ্ণপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য- বিএনপির করা মামলায় চেয়ারম্যান আশরাফুল ইসলাম আসামি ছিলেন।