ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ রত্না বেগম (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বারোবাজার এলাকা থেকে তাকে আটক করে র্যাব-৬।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, বারোবাজার এলাকায় কতিপয় একজন ব্যক্তি নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে র্যাব- এর একটি
আভিযানিক দল ঐ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে রত্না বেগমের হেফাজত থেকে ১ কেজি গাঁজা ও ১০ বোতল ফেনসিডিলসহ আটক করতে সক্ষম হয়।
আটককৃত রত্না বেগম ঐ এলাকার মহিষাহাটি গ্রামের মোঃ কেরামত মন্ডলের মেয়ে।
র্যাব আরো জানান, রত্না বেগমের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করাসহ কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।