সবুজ মিয়া, ঝিনাইদহ-
ঝিনাইদহ র্যাব-৬ এর অভিযানে আজিজুল ইসলাম (৫০) নামে এক মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারে যে, ঝিনাইদহের জিআর- ৫৪২/০৯ এর মাদক মামলার একজন সাজাপ্রাপ্ত ও অর্থদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার চিতলা গ্রাম এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি
অভিযানিক দল ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে সেখানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আজিজুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা এলাকার মৃত আব্দুল রহমানের ছেলে।
গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র্যাব।