সবুজ মিয়া, ঝিনাইদহ-
ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ লিল্টন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জুন-২৩ মাসিক স্টাফ রিভিউ সভায এ তথ্য ঘোষণা করেন, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।
জানা যায়, মোঃ মাসুদ পারভেজ লিল্টন ইউনিয়ন বাসীর কাছে তাঁর সততা ও দক্ষতার জন্য ব্যাপক জনপ্রিয়। ঘোড়শাল ইউপি চেয়ারম্যান হিসেবে তিঁনি সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। তিনি শিক্ষা প্রচারে অগ্রণী ভূমিকা রাখার পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ব্যপক কর্মকান্ড পরিচালনা করছেন। করোনা কালে সচেতনতা মূলক প্রচারণা চালিয়ে ব্যাপক প্রশংসিত হয়েছিলেন তিঁনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক কাজ করার পাশাপাশি মাদক নির্মুলে ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ লিল্টন সব সময় জিরো টলারেন্স নীতি অবলম্বন করেন।
শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি প্রাপ্তির প্রতিক্রিয়া জানতে চাইলে মোঃ মাসুদ পারভেজ লিল্টন জানান, যেকোন স্বীকৃতিই আনন্দের। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি কাজ করার প্রতি ইতিবাচক মানসিকতা ত্বরান্বিত করে। আমি জনগণকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বদ্ধ পরিকর।
ঘোড়শাল ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ পারভেজ লিল্টনের এ অর্জনে সদর উপজেলার বিভিন্ন স্তরের জনগণ অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে পোস্ট করতে দেখা গেছে।
০ Comments