এম এ আর মশিউর : যশোরে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, যশোর শাখার উদ্যেগে ১৩ ফেব্রুয়ারী াল শাখা প্রধান জনাব মোঃ আজমল হোসাইন -এর সার্র্বিক তত্ত্বাবধানে এবং অনাবাসিক সেকশনের কো-অর্ডিনেটর মো: আসাদুজ্জামান ও শাখার এ্যাসিস্টান্ট কোÑ অর্ডিনেটর মো: মাহমুদুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, যশোর সদর উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব, মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর পৌরসভার ৫নং ওয়ার্ড় কাউন্সিলর জনাব মোঃ রাজিবুল আলম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব, মোঃ মোদাচ্ছের হোসেন, অধ্যক্ষ, যশোর কালেক্টরেট স্কুল, জনাব বিল্লাল বিন কাশেম, উপ-পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, যশোর, জনাব আবুল বারাকাত মো: ফখরুদ্দীন, প্রধান শিক্ষক, যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জনাব আব্দুল্লাহ আল ফারুক, পরিচালনা কমিটির অন্যতম সদস্য, জনাব, মোঃ মফিজুল ইসলাম, পিপিএম, সাব-ইন্সপেক্টর অব পুলিশ (ডিবি), সদর, যশোর, জনাব মোঃ মনিরুল ইসলাম, প্রভাষক (রসায়ন), সরকারি সিটি কলেজ, যশোর। সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর ও তানযীমুল উম্মাহ যশোর শাখার ব্রাঞ্চ তত্ত্বাবধায়ক জনাব হাফেজ মাওলানা আ. খ. ম মাসুম বিল্লাহ। এ ছাড়া আরো উপস্থিত ছিলেন গার্লস সেকশনের কোÑঅর্ডিনেটর জনাব, হাফেয হাফিজুর রহমান, অনাবাসিক সেকশনের এ্যাসিস্টান্ট কোÑ অর্ডিনেটর মাসুম বিল্লাহ, অত্র প্রতিষ্ঠানের আমিনুল হিফয হাফেজ আব্দুল্লাহ আল মামুন, নাযেমে তালিমাত মোস্তফা আল মিসবাহ, সহ: নাজিমে তালিমাত আবুবকর সিদ্দিক, হা: আব্দুস শুকুর, আহমদ আব্দুল্লাহ, হা: আরিফুল ইসলাম, ওসমান গনিসহ অন্যান্য শিক্ষক মন্ডলী, বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, প্রশাসনিক ব্যক্তিবর্গ এবং অভিভাবক-অভিভাবিকা বৃন্দ উপস্থিত ছিলেন।