এম এ আর মশিউর যশোর: ‘তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন’ পরিচালিত তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, যশোর শাখার উদ্যোগে গতকাল শনিবার দুটি বিভাগে হিফয ও আমপারা মোট ৫৪জন ছাত্রকে সবক প্রদান করা হয়। যশোর শাখার প্রধান ভাইস প্রিন্সিপাল জনাব মোঃ আজমল হোসাইন – এর সার্র্বিক তত্ত্বাবধানে এবং শাখার নাযেমে তালিমাত মো: মাহমুদুল হাসান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব, হাফেয মাওলানা আব্দুল গনি খাঁন, ভাইস-প্রিন্সিপাল, সাতিয়ানতলা কে আই সিনিয়র আলিম মাদরাসা, ইমাম ও খতিব, ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল জামে মাসজিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব হযরত মাওলানা মোঃ আশরাফ আলী, মাস্টার ট্রেইনার, ইসলামিক ফাউন্ডেশন, যশোর।
সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর ও মাদরাসা যশোরা শাখার সম্মানিত তত্ত্বাবধায়ক, খুলনা জোন পরিচালক জনাব হাফেয মাওলানা আ খ ম মাসুম বিল্লাহ। অভিভাবকদের মধ্য থেকে অনুভুতি পেশ করেন জনাব, মীর আব্দুস শহীদ। এ ছাড়াও গার্লস ও প্রি-হিফয সেকশনের কো-অর্ডিনেটর এইচ এম নুরুজ্জামান, আমিনুল ইসলাম , হাফেজ হাফিজুর রহমান, হাফেয আব্দুল্লাহ আল মামুন, সহ: নাজিমে তালিমাত মাসুম বিল্লাহ, প্রি-হিফয সেকশনের এ্যাডমিন সাইফুর রহমান। এসময় বিশিষ্ট ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, প্রশাসনিক ব্যক্তিবর্গসহ ছাত্রদের অভিভাবক-অভিভাবিকা বৃন্দ উপস্থিত ছিলেন।