তারা প্রেমের ফাঁদে ফেলে অর্থ আদায় করতেন

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে র‌্যাবের অভিযানে পর্ণোগ্রাফি মামলার প্রধান আসামী সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো-ঝিনাইদহ শহরের চাকলাপাড়া এলাকার প্রদ্যুৎ কুমার বিশ্বাস (৩৫) এবং জেলার মহেশপুর উপজেলার ভৈরবা গ্রামের মেরিনা খাতুন বৃষ্টি (২০)।
গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ চক্র যারা শহরের বিভিন্ন এলাকার লোককে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
র‌্যাব সূত্রে জানা গেছে, গত (২০ সেপ্টেম্বর-২২) তারিখে মেরিনা খাতুন বৃষ্টি ভিকটিমকে দেখা করার কথা বলে নিজ ভাড়াকৃত বাড়িতে নিয়ে যায়। সেখানে আসামী প্রদ্যুৎ কুমার বিশ্বাসসহ তার সহযোগীরা ভিকটিমকে জোড়পূর্বক একটি রুমে আটকে ভিকটিমের নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও মোবাইলে ধারন করে এবং মারধর করে অন্ধকার রুমে আটকে রাখে। এরপর নগ্ন ও অশ্লীল ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা দাবী করে। ভিকটিম বিভিন্ন উপায়ে তার নিকটস্থ আত্মীয় স্বজনদের নিকট যোগাযোগ করে আসামীদের বিকাশ নম্বরে ৩৮ হাজার ৭০০ টাকা প্রদান করলে ভিকটিমকে ছেড়ে দেয় এবং উক্ত বিষয়ে কাউকে কোন কিছু না জানানোর জন্য বিভিন্ন ভয়ভীতি দেখায়। এরপর আসামী বৃষ্টি ভিকটিমকে পুনরায় মোবাইলের মাধ্যমে তৈরি নগ্ন ভিডিও, ছবি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ব্ল্যাক মেইল করে বিকাশ এর মাধ্যমে ২০ হাজার টাকা দাবী করে। পরবর্তীতে এ বিষয়ে ভিকটিম নিজেই ঝিনাইদহ সদর থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল তদন্ত শুরু করে এবং আসামী গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে।
এরই ধারাবাহিকতায় (২৩ সেপ্টেম্বর-২২) র‌্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে, উক্ত পর্ণোগ্রাফি মামলার প্রধান দুই পলাতক আসামী ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে দলটি এদিন রাতে পায়রা চত্বর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরক ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করতে ক্লিক করুন

YOUR COMMENT